দেশকন্ঠ ডেস্ক : ইউটিউবে উন্মুক্ত হলো জনপ্রিয় অভিনয়শিল্পী জুটি সাইদুর রহমান পাভেল ও ইমু সিকদার জুটির নতুন নাটক ‘মেজো ভাই’। পারিবারিক গল্পের নাটকটি রচনা করেছেন চয়ন দেব। পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।পাভেল-ইমু ছাড়াও এতে অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ফাতেমা হিরা, নুরে কাঞ্চন চৌধুরী, আরমান হোসাইন প্রত্যয়, আলভি প্রিতী, গ্রিহী শাহ রায় চৌধুরী প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে পাভেল বলেন, ‘আমি কমেডি নাটক বেশি করি। এই প্রথম একটি সিরিয়াস গল্পে কাজ করেছি। নাটকটির জন্য ভাালো সাড়াও পাচ্ছি। দর্শক গল্প ও অভিনয় ভীষণ উপভোগ করছেন। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’অভিনেত্রী ইমু সিকদার বলেন, ‘আমাদের জুটি দর্শক বেশ পছন্দ করে। তারা আমাদের একসঙ্গে নিয়মিত দেখতে চায়। তাদের কথা মাথায় রেখেই একত্রে কাজ করছি।
কারণ, দর্শকদের জন্যই আমরা। এই নাটকটি দেখে দর্শক আনন্দ পাবে।’নির্মাতা জিয়াউদ্দিন আলম বললেন, ‘আমি এর আগে কমেডি ও রোমান্টিক নাটক বেশি বানিয়েছি। এই নাটকে একটি পরিবারের গল্প বলার চেষ্টা করেছি। আশা করি সবার পছন্দ হবে।’ উল্লেখ্য, ৮ জানুয়ারি ইউটিউবে ‘স্কাইভিউ ফিল্ম’ চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘মেজো ভাই’ নাটকটি।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।